• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার সাংবাদিকদের গালি দিলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২২, ২০১৭, ০২:০৮ পিএম
এবার সাংবাদিকদের গালি দিলেন ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কর্মদিবসেই সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকেরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত। এমনকি এর জন্য সাংবাদিকদের চরম মূল্য দিতে হবে বলেও তিনি হুমকি দেন।

গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। গোয়েন্দাদের কতটা ভালোবাসেন—এ কথা বলেই ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য সাংবাদিকদের দিকে ঘুরিয়ে দেন। হাত দিয়ে দেখিয়ে বলেন, সংবাদপত্রের সঙ্গে তার সম্পর্ক বৈরিতার। সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। 
সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত উল্লেখ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার তার শপথ নেওয়ার দিন ওয়াশিংটনে যোগ দেওয়া লোকসংখ্যা নিয়ে ভুল তথ্য দিয়েছে সব সংবাদমাধ্যম। প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেওয়ার দিনের চেয়ে লোকসমাবেশ কম হয়েছে বলে প্রায় সব মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সাংবাদিকেরা ছবি উঠিয়েছেন কায়দা করে। এমনভাবে ছবি উঠিয়েছেন, যাতে লোকসংখ্যা কম দেখা যায়। নিজের অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অসততার জন্য সাংবাদিকদের মূল্য দিতে হবে বলেও তিনি বলেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ও পরে মুসলিমদের ও নারীদের নিয়ে বিরুপ মন্তব্য করে বেশ সমালোচিত হয়। এছাড়ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণাও দেন। এবার তিনি সাংবাদিকদের একহাত নিলেন।

শুক্রবার ট্রাম্প শপথ নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৬০টি দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। যা আজ রোববারও দেশটির বিভিন্ন প্রদেশে চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!