• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০১৮, ০৯:৪২ পিএম
এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৪১১ জন।

১৯, ২০ ও ২১ মার্চে বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৯ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এই ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ এর এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি ও স্থান যথাক্রমে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট (www.police.gov.bd) এর মাধ্যমে সকলকে অবহিত করা হলো।

এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!