• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএসসির ফল প্রকাশ ৪ মে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৭, ০৯:৩২ পিএম
এসএসসির ফল প্রকাশ ৪ মে

ফাইল ছবি

ঢাকা: আগামী ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রুহী রহমান।

ওই দিন সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী।

পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। এরপরই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সারাদেশে এক যোগে ১০টি বোর্ডের পরীক্ষা শুরু হয়। এসব পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে, আটটি সাধারণ বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। মাদ্রাসা বোর্ডের দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ২১২ জন। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!