• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ককটেলসহ সন্দেহভাজন দুই জেএমবি আটক


দিনাজপুর প্রতিনিধি মার্চ ২৪, ২০১৭, ০৭:৫৮ পিএম
ককটেলসহ সন্দেহভাজন দুই জেএমবি আটক

প্রতীক ছবি

দিনাজপুর: দিনাজপুরে ১০টি ককটেল ও জিহাদী বইসহ সন্দেহভাজন জেএমবির ২ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২৩ মার্চ) মধ্যরাতে জেলার চিরিরবন্দরের নশরতপুর ইউপি থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলো-  চিরিরবন্দর উপজেলার নসরতপুর ইউপির মাছুয়া পাড়ার আবু হানিফের ছেলে মো. মানিক (৩৫) এবং একই ইউপির ডাঙ্গাপাড়ার আজিজারের ছেলে মো. জাকির (৩৭)।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, জেএমবির কয়েকজন সদস্য চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বৃহস্পতিবার (২৩ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে রানীরবন্দর এলাকার নসরতপুর ইউপি থেকে মো. মানিক এবং একই গ্রামের মো. জাকিরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল, কিছু জেহাদি বই ও ২টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। তারা বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানায় ওসি।

তিনি আরো জানান, আটক যুবকরা জেএমবির সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রামথিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। তবে তাদের নামে নাশককতা মামলা রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!