• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজ থেকে সোয়েটার না কিনলে আইডি কার্ড নয়


লালমনিরহাট সংবাদদাতা জানুয়ারি ২১, ২০১৮, ০৫:০৪ পিএম
কলেজ থেকে সোয়েটার না কিনলে আইডি কার্ড নয়

লালমনিরহাট : জেলার সরকারি কলেজে আইডি কার্ড দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদেরকে জোরপূর্বক কলেজ থেকে একটি করে সোয়েটার নিতে বাধ্য করছে কলেজ কর্তৃপক্ষ। এতে করে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেক হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কলেজের ১ম বর্ষের একাধিক শিক্ষার্থী তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান যে, কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হচ্ছে তাদের।

সোয়েটার কেনার সামর্থ্য অনেকের না থাকার কারণে আইডি কার্ড না পাওয়ায় অনেকটা অনিরাপদ কলেজে যাতায়াত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

এদিকে আরো একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এর আগে একই বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সোয়েটার ছাড়াই আইডি কার্ড সরবরাহ করা হয়েছিল। কিন্তু এর পরে হঠাৎ করে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কলেজ থেকে সোয়েটার না কিনলে আইডি কার্ড দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।

এ সোয়েটার কোথা থেকে এলো, কেন কিনতে হবে এ প্রশ্নের জবাব কোথাও মিলছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. সুজন শাহ-ই-ফজলুল তার ব্যক্তিগত মোবাইল ফোন ধরেননি।

ফলে শুধু প্রশ্নই থেকে গেল, ছাত্রছাত্রীরা সোয়েটার ছাড়া আইডি কার্ড পাবে কি না?

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!