• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিউবার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন দিয়াজ কানেল


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৯, ২০১৮, ০৩:১৭ পিএম
কিউবার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন দিয়াজ কানেল

ঢাকা: কাস্ত্রো পরিবারের বাইরে কিউবার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন মিগুয়েল দিয়াজ কানেল। এর মধ্য দিয়ে প্রায় ছয় দশক পর কাস্ত্রো পরিবারের বাইরের কেউ কিউবার নেতৃত্বে আসছেন।

বুধবার (১৮ এপ্রিল) জাতীয় পরিষদের অধিবেশনে দেশটির একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়। এর আগে শুরু হয় দুদিনের কিউবার জাতীয় পরিষদের অধিবেশন। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির কথা ছিল।

তবে দিয়াজ কানেল একমাত্র প্রার্থী হওয়া সেটি কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। দশ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রাউল কাস্ত্রো।

ধারণা করা হচ্ছে, পদত্যাগের পরেও সমাজতান্ত্রিক দেশটিতে তার প্রভাব বজায় থাকবে। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাউলের স্থলাভিষিক্ত হবেন মিগুয়েল দিয়াজ কানেল।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!