• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নৌযাত্রীর মৃত্যু


কিশোরগঞ্জ প্রতিনিধি জুলাই ২৬, ২০১৬, ০৬:৩০ পিএম
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নৌযাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলার নূরপুর গ্রাম সংলগ্ন হাওরে বিদ্যুৎস্পৃষ্টে ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
 
নিহতরা হলেন- রংপুরের মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামের আ. রহিম (৫০), মামুদপুর গ্রামের আফাজউদ্দিন (৩০) ও চকেশ্বর গ্রামের সজীব (২৮)।
 
আহতরা হলেন- হীরা মিয়া (৩০), জাকির হোসেন (২৮), জাহাঙ্গীর (২০), শফিকুল ইসলাম (৩২), ফুল মিয়া (৩৫), রতন মিয়া (৩২) ও নজরুলকে (৩৫) ইটনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি ইটনা উপজেলা সদরের নতুনবাজার থেকে যাত্রী নিয়ে মিঠামইন উপজেলার ঢাকি-চারিগ্রামে যাচ্ছিল। নৌকাটি নূরপুর গ্রাম সংলগ্ন চিলনী হাওর পার হওয়ার সময় নৌকার ছাদের ওপর বসা যাত্রীরা পল্লী বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে হতাহতের ঘটনা ঘটে।
 
ইটনা থানার ওসি আ. মালেক জানান, নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!