• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোকেন মামলা: চেয়ারম্যানের জামিন খারিজের আদেশ বহাল


আদালত প্রতিবেদক এপ্রিল ২, ২০১৭, ০১:৪৭ পিএম
কোকেন মামলা: চেয়ারম্যানের জামিন খারিজের আদেশ বহাল

ঢাকা: চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

রোববার (২ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। রাস্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ নূর মোহাম্মদের জামিন খারিজ করে দেন। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন নূর মোহাম্মদ।

কোকেন সন্দেহে ২০১৫ সালের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।

একই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন।

র‌্যাব ৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!