• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোন তারকার কোন কলেজ?


বিনোদন ডেস্ক জুন ৬, ২০১৭, ১০:৩১ পিএম
কোন তারকার কোন কলেজ?

ঢাকা: কোলকাতার বাংলা সিরিয়ালের উঠতি তারকারা কে কোন কলেজে পড়াশোনা করেছেন তা জানতে অনেকেরই ইচ্ছে করে। বিশেষ করে জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছেনদী’র মেঘলা, অনুরাগ, পিকলু, ‘মিলনতিথি’র অর্জুন, ‘মেমবউ’-এর কৌস্তভ, ‘কুসুমদোলা’র ইমন, ‘খোকাবাবু’র তরীর কথা তো বলাই বাহুল্য।

মেঘলা

‘ইচ্ছেনদী’র মেঘলার আসল নাম কিন্তু সোলাঙ্কি রায়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পাশ করেছেন। পরে অবশ্য ইন্টারন্যাশনাল রিলেশনস-এ স্নাতকোত্তর পড়াশোনা করেছেন ওই বিশ্ববিদ্যালয়েই।

অনুরাগ

‘ইচ্ছেনদী’র অনুরাগের পর্দার বাইরের নাম বিক্রম চট্টোপাধ্যায়। যার দুর্ঘটনার কারণে অতিদ্রুত বন্ধ হয়ে গেছে সিরিয়ালটি। বিক্রম পড়েছেন হেরম্ব চন্দ্র কলেজে। অর্থাৎ সাউথ সিটি ডে কলেজের ছাত্র তিনি।

পিকলু

‘ইচ্ছেনদী’র পিকলুর আসল নাম দ্বৈপায়ন দাস। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে জিওলজিতে অনার্স নিয়ে পাশ করেছেন।

অর্জুন

‘মিলনতিথি’র অর্জুন মূলত জিতু কমল। তিনি সুরেন্দ্রনাথ কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পাশ করেছেন।

কৌস্তভ

‘মেমবউ’-এর কৌস্তভের নাম মূলত সৌরভ চক্রবর্তী। তিনি সিটি কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন।

ইমন

‘কুসুমদোলা’র ইমনের নাম মধুমিতা চক্রবর্তী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিলজফি অনার্স নিয়ে পাশ করেছেন।  

তরী

‘খোকাবাবু’র তরীর নাম তৃণা সাহা। তিনি শ্রী শিক্ষায়তন কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। পরে নিউ দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!