• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়াকে বাহিরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না’


ভোলা প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০১৭, ০৮:৪০ পিএম
‘খালেদা জিয়াকে বাহিরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না’

ভোলা : ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশের ২০ দলীয় জোটের এই মুহূর্তে যে জনপ্রিয়তা তার মধ্যে কোনো দল এককভাবে ক্ষমতায় যাওয়ার খায়েস দেখালে তা হবে চরম বোকামি। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার আসামি করে ফাসাঁনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে, ভোলা শহরের উকিলপাড়া শান্তনীড় বাসভবনের মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি ভোলা পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিজেপির নেতা পার্থ আরো বলেন, যারা এদেশে উন্নয়নের নামে দুর্নীতি করছে তাদের অবস্থা সামনে খুবই খারাপ। দুর্নীতিবাজদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। টিয়ার, কাবিখার কোন বরাদ্দ সঠিকভাবে ব্যবহৃত হয়নি। ভোলায় গত ১০ বছরেও কোনো দপ্তরের কাজের টেন্ডারে কোনো সাধারণ ঠিকাদার অংশগ্রহণ করতে পারেনি। সামনে নির্বাচনে জনগণ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া জবাব দেবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিজেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মতিন সাউদ। বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সদর উপজেলার সভাপতি আব্দুল আল মামুন খসরু। অ্যাডভোকেট খায়ের, আলমগীর, নুরে আলম টিটু। ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট খায়ের, নুরে আলম টিটু। ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি আনেয়ার হোসেন। বিজেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মতিন সাউদ। বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সদর উপজেলার সভাপতি আব্দুল আল মামুন খসরু প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!