• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রায় প্রস্তুত : প্রকাশ বিকালে


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০২:৫৬ পিএম
খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রায় প্রস্তুত : প্রকাশ বিকালে

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রস্তুত হয়েছে, বিকালে তা প্রকাশ করা হবে। আদালতের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালত জানিয়েছেন রায়ের পূর্ণাঙ্গ কপি বিকালের মধ্যে আইনজীবীদের সংগ্রহ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার পৃষ্ঠার কার্টিজ পেপার আদালতে জমা দেন খালেদা জিয়ার আরেক আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

আদালত সূত্র জানিয়েছে, আজ বিকালে খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ের কপি হস্তান্তর করবেন। ৮ ফেব্রুয়ারি ঘোষণার সময় বলা হয়েছিল রায় ৬৩২ পৃষ্ঠার। তবে সত্যায়িত কপির পৃষ্ঠা সংখ্যা ১১৬৮ বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রায়ের সার্টিফায়েড কপি না মেলায় জামিন আবেদন করতে পারেননি তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!