• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার রায়ের সার্টিফাইড কপি সোমবার


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০২:২৬ পিএম
খালেদার রায়ের সার্টিফাইড কপি সোমবার

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড (নকল) কপি সোমবার (১৯ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীদের হাতে দেবে বলে জানিয়েছে আদালত।

রায়ের ১১ দিনেও (৮ ফেব্রুয়ারি থেকে) রায়ের সার্টিফায়েড কপি হাতে না পাওয়ায় আজ (১৮ ফেব্রুয়ারি, রোববার) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে বিচারক আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রায়ের সার্টিফায়েড কপি দেবেন বলে জানান।

আদালতের পেশকার মোকাররম হোসেন রোববার দুপুর ১টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা আজ (রোববার) রায়ের সার্টিফায়েড কপির জন্য আদালতে আবেদন করেছেন। আদালত আগামীকাল (সোমবার) রায়ের কপি দেবেন বলে আইনজীবীদের বলেছেন।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, রবিবার (১৮ ফেব্রুয়ারি) আমরা রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আদালতে শুনানি করেছি। আদালত আমাদেরকে বলেছেন আজকে বিকালে সার্টিফাইড কপি দেবে।

সানাউল্লাহ বলেন, ‘আজকের মধ্যে রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে আমরা আগামীকাল উচ্চ আদালত আপিলের আবেদনসহ জামিনের আবেদন করতে পারবো।’

গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সার্টিফাইড কপি পাওয়ার কথা থাকলেও রায়ের কপি ৬৩২ পৃষ্ঠা হওয়ায় আদালত সরবরাহ করতে পারেনি। 

এর আগে সোমবার (১২ফেব্রুয়ারি) রায়ের কপি পেতে খালেদার আইনজীবী সানাইলউল্লাহ মিয়া ৩ হাজার ফলিও জমা দেন ঢাকার বিশেষ জজ ৫ আখতারুজ্জামানের আদালতে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!