• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনার সঙ্গে রেল চলাচল আংশিক শুরু


নিজস্ব প্রতিবেদক, খুলনা আগস্ট ২৬, ২০১৭, ০৩:০৬ পিএম
খুলনার সঙ্গে রেল চলাচল আংশিক শুরু

কুষ্টিয়া: প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল।

তবে শনিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে ডাউন সাইডের লাইনে আংশিকভাবে রেল চলাচল শুরু হয়েছে।

পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে ডাউন সাইডের লাইনে ট্রেন চলাচল শুরু হয়। সাগরদাঁড়ী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়া ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্টেশন দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ওই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে মেরামতে কাজ করছে। ওই লাইনে পুরোপুরি রেলযোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানান ওই স্টেশন মাস্টার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!