• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ২৩, ২০১৭, ১১:৪০ এএম
গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।

তিনি বলেন, গণহত্যা দিবসটি কুষ্টিয়ায় পালন করা হবে। আগামী ২৫মার্চ ভোর ৫টা ৫৭ মিনিটে পুস্পস্তবক অর্পণ করা হবে। ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করতে হবে, পরে সাংস্কতিক অনুষ্ঠান করতে হবে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস সর্স্পকে আলোচনা সভা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক আনারকলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, অতিরিক্ত সহকারী  পুলিশ সুপার আবুল কালাম সহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা মুক্তযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু,জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!