• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশানের বাড়ি পাচ্ছেন না মওদুদ


আদালত প্রতিবেদক জুন ৪, ২০১৭, ১০:৫৬ এএম
গুলশানের বাড়ি পাচ্ছেন না মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি পাচ্ছেন না। গুলশানের ওই বাড়ি সংক্রান্ত মামলায় করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আদালতের এ আদশের ফলে গুলশানের বাড়িটি মওদুদ আহমদকে ছাড়তেই হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৪ জুন) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়’। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রোববার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!