• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় মোরা: শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ


চট্টগ্রাম প্রতিনিধি মে ৩০, ২০১৭, ১১:০৭ এএম
ঘূর্ণিঝড় মোরা: শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার (৩০ মে) ভোর পৌনে ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সকল ধরণের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যার কারণে গতকাল সন্ধ্যা ৬টা থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত বলবত রেখেছে আবহাওয়া অধিদফতর।

বেলা পৌনে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রামের বাঁশখালি অতিক্রম করছিলো। আর এটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে আরো ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার  ফলে সতর্কতা হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষের দুপুর ২টা নাগাদ সবধরণের বিমান উঠানামা বন্ধ রেখেছে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, তারা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!