• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ১৫, ২০১৮, ০৭:০৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ : জেলায় ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভায় মিলিত হয়।

এ সময় এনডিসি নয়ন কুমার রাজবংশীয়র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপরিচালক মো. মুনজুরুল হুদা। বক্তারা ভোক্তার অধিকার, ভোক্তা আইনের উদ্দেশ্য ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এদিকে আলোচনা শুরুর আগে ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সহকারী পরিচালক মো. জোহুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতিত মো. আব্দুল হান্নান, জেলা বাজার অনুসন্ধানকারী মো. নরুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয় ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে তোলার অংশ হিসেবে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে জাতি পালন করে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!