• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
আরজু মুনের কবিতা

চাওয়া


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক জুন ১৬, ২০১৭, ১২:৪১ পিএম
চাওয়া

আমাকে একটা প্রগাঢ় রজনী দাও
তোমায় আমি ভুলে যাবো
একটা স্নাত সকাল দাও আমি হেসে ওঠবো
আমি তোমায় ভুলে যাবো
আমায় একটা সোনাঝরা দিন দাও
বনে বনানীতে কিংবা নদীর ধারে
হাতের মুঠোয় সোনালী বিকেল তোমায় দিবো
তারপর ভুলে যাবো
আমাকে এক মহাসাগরের স্রোত দাও
আমি ঢেউ ভেঙে ভেঙে
তোমার বুকে আঁছড়ে পড়বো
অতঃপর না হয় ভুলে যাবো
ঝুম ঝুম আষাঢ়ের নির্ঘুম বৃষ্টি দাও
ভিজবো দুজনে
কাছাকাছির তাপ ছোঁব
এরপর ভুলে যাবো
এরপর এককাপ চা ভাগাভাগি
চুমুকে চুমুক
সত্যিই ভুলে যাবো
শারদীয় কাশফুলের বাগান দাও
সাদায় মিশে যাবো
বিশ্বাস করো ভুলে যাবো
আমার প্রিয় রবি কিংবা শ্রীকান্তের গান গাও
আমি হারিয়ে গিয়ে ভুলে যাবো
আচ্ছা! দাঁড়াও! চোখবুঝো
তোমার কপোলে সোহাগ চন্দন আঁকি একটিবার
এইবার ভুলেই যাবো!! 
চাঁদনীভরা উঠোনে কিছু সুর 
তোমার বুকের ঠাঁই দাও
মধ্যখানে দিও
যেখানে মনটা থাকে
আমি ভুলে যাবো
নদীর নাওয়ে ঢেউ দাও
আলতাপায়ের রঙ মেখে নাও
ভুলে যাবো

 

ঝুম ঝুম আষাঢ়ের নির্ঘুম বৃষ্টি দাও...

চোখের টিপ্পনী দাও রাজ্যভরা রোমাঞ্চ নিয়ে
আমি মিলেমিশে
তোমায় ভুলে যাবো
নকশীকাঁথার ওম দাও
নীল আকাশের নীল দাও
আমি পরী হয়ে উড়ে যাবো
আর একটু একটু ভুলে যাবো।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!