• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঞ্চল্যকর ফরিদ হত্যায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট


পাবনা প্রতিনিধি মে ১৪, ২০১৭, ০৯:১৮ এএম
চাঞ্চল্যকর ফরিদ হত্যায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

পাবনা: জেলায় চাঞ্চল্যকর ফরিদ আলী ওরফে কালা ফরিদ (৩৫) হত্যা মামলায় ১৩ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেছেন পাবনা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাবনা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন সাংবাদিকদের এ তথ্য জানান।

পাবনা পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ৩ আগষ্ট পাবনা রাধানগর সরকারী এডওয়ার্ড কলেজ গেটে প্রকাশ্য দিবালোকে ফরিদ আলী ওরফে কালা ফরিদকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর নিহতের স্ত্রী বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির ৩ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলেও তদন্তে হত্যাকারীদের সনাক্ত না হওয়ায় আদালত সদর থানা পরিবর্তে মামলাটি তদন্তের জন্য পাবনা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন এর উপর দায়িত্ব দেন। পিবিআইয়ের পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ আলী মোল্লাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পরই পিবিআই সদস্যরা শহরের চকপৈলানপুর মহল্লার মজিদ কসাইয়ের ছেলে মারুফ(২৪) ও মোক্তার হোসেনের ছেলে রকি(২৮) নামের দুই যুবককে সন্দেহমূলক আটক করেন।

পরে পুলিশী জিজ্ঞাসাবাদে আটকরা কালা ফরিদ হত্যার দায় স্বীকার করে আরও ১১ জনের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী মোল্লা ১৩ জনের নাম উল্লেখ করে গত ১১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার চার্জশিটভুক্ত আসামীরা হলো, পাবনা পৌর এলাকার চক পৈলানপুর মহল্লার মোক্তার হোসেনের ছেলে রিপন (২৫), আব্দুল মজিদ ওরফে মজিদ কসাইয়ের ছেলে শাহিন ওরফে শাহিন কসাই (৩০),  ভোল্টেজ ওরফে সাকার ছেলে আকমল (৩৫), ইয়াকুব দর্জির ছেলে নজরুল (৩৫), মোক্তার হোসেনের দুই ছেলে রকি (২৮) ও রনি (২৭) কোরবান আলীর ছেলে জুয়েল (৩৫), হানিফ মিয়ার ছেলে মানিক ওরফে কালো মনিক (৩৩), শওকত আলীর ছেলে  মানিক ওরফে ছোট মানিক (৩০), রশিদ মুন্সির ছেলে দেলোয়ার (৩৫), ইসমাইল হোসেনের ছেলে শুকুর (২৮), সুজা বাবুর্চির ছেলে স্বপন (২৬), মজিদ কসাইয়ের ছেলে আব্দুল মারুফ (২৪)।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!