• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের রণতরী এখন হংকংয়ের জলসীমায়


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৭, ২০১৭, ১২:৪৬ পিএম
চীনের রণতরী এখন হংকংয়ের জলসীমায়

ঢাকা : চীনের জঙ্গিবিমানবাহী রণতরী এখন সিএনএস লিয়াওনিং হংকংয়ের জলসীমায় পৌঁছেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে রণতরীটির এটিই প্রথম যাত্রা।

যুক্তরাজ্যের কাছ থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২০ বছর পূর্তি ছিল ১ জুলাই। সেই বার্ষিকীর পর চীনের রণতরীটি দেশের বাইরে প্রথম যাত্রা করল।

হংকংকে হস্তান্তরের বার্ষিকীতে দেশটি সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফরে জিন পিং চীনবিরোধীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন। সে সময় তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছিলেন, চীনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

কয়েক বছর ধরেই হংকংয়ের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। দেশটির বহু নাগরিক চীনের প্রভাবমুক্ত হতে চান। স্বাধীনতার পক্ষেও সোচ্চার অনেকে।

হংকংয়ের জলসীমায় রণতরীটির উপস্থিতিকে অনেকেই চীনের শক্তিমত্তার প্রদর্শন হিসেবে দেখছেন। কিন্তু হংকংয়ের অনেক বাসিন্দা এ রণতরীটিতে ভ্রমণের জন্য বিনামূল্যের টিকেটের লাইেন দাঁড়িয়েছেন।

সিএনএস লিয়াওনিংয়ের সঙ্গে আরো তিনটি রণতরী রয়েছে। এটি হংকংয়ের তিসিং ই বন্দরে পাঁচ দিন অবস্থান করতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!