• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘ছড়িয়ে যাক ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি’


বরিশাল ব্যুরো আগস্ট ১৮, ২০১৮, ০৯:১৬ পিএম
‘ছড়িয়ে যাক ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি’

বরিশাল : ‘ছড়িয়ে যাক ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি’ এ শ্লোগান তুলে ধরে বরিশালে দুঃস্থ ও অসচ্ছল ১০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উচ্ছ্বাস।

শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু কলোনীর (বস্তি) ওই শত পরিবারে মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বস্কিম চন্দ্র সরকার, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভাগীয় সমন্বয়কারী মো. বাহাউদ্দিন গোলাপ, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মেরি  সূর্যানী সমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্ছ্বাস সভাপতি প্রসেনজিৎ সাহা। উপহার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই সহ বিভিন্ন ঈদ উপকরন।

এ অনুষ্ঠানে প্রফেসর মো. হানিফ তার বক্তৃতায় বলেন, দুস্থদের মধ্যে আনন্দ দিতে সমাজের সর্বস্তরের মানুষের এভাবে এগিয়ে আসা উচিত। ঈদ সামগ্রী পেয়ে কলোনীর বাসিন্দা মমতাজ বেগম (৫৫) বলেন, ‘২ বছর আগে মোর স্বামী মারা গেছে।  পোলপানগো লইগ্যা কিছুই করতে পারতাম না। উচ্ছ্বাসের উপহার পাইয়া মন ভাল অহয়া গ্যালো’।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!