• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাজকে নিয়ে ফারুকীর নতুন মিশন ‘স্যাটারডে আফটারনুন’


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৭, ০৪:৩৭ পিএম
জাজকে নিয়ে ফারুকীর নতুন মিশন ‘স্যাটারডে আফটারনুন’

ঢাকা: মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘ডুব’ মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। এ নিয়ে যখন চারদিকে মাতামাতি ঠিক তখনি জানানো হল ফারুকীর নতুন মিশনের কথা। আর নতুন এই মিশনের সঙ্গে থাকছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

মঙ্গলবার (১৭ অক্টোবর) তার ফেসবুকে জানিয়েছেন, নতুন মিশনের কথা। স্ট্যাটাসে নতুন ছবির নামটিও সকলকে জানিয়েছেন আলোচিত এই পরিচালক। ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’।

অবশ্য ফারুকীর দেওয়ার আগে প্রকাশ করেছে বিদেশি সংবাদমাধ্যম ভ্যারাইটি। ভ্যারাইটিতে বলা হয়, বাংলাদেশের খ্যাতিমান চিত্রপরিচালক ডিসেম্বরে শুরু করতে যাচ্ছেন বাংলা-ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘স্যাটারডে আফটারনুনে’র কাজ।

ভ্যারাইটিকে ফারুকী জানান, তাঁর নতুন ছবিটি হতে যাচ্ছে থ্রিলারধর্মী, যেখানে একই দিনে অনেক মানুষ একে অপরের সঙ্গে দেখা হয়ে যাবে এবং সেটা হবে সাংঘর্ষিক।

ছবিটিতে কে কে অভিনয় করছেন, সে সম্পর্ক ফারুকী নিজেই বলেছেন ফেসবুক স্ট্যাটাসে। স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো :

আমি সব সময় বলি একটা কাজ শেষ হয়ে গেলে আমি আর পিছে তাকাই না। পুরোনো প্রেমিকার মতো সে পড়ে থাকে তার পৃথিবীতে, আর আমি নামি নতুন গ্রহের খোঁজে।

অতি নিভৃতে যে প্রস্তুতি চলছিল, এবার তা সামনে এলো। আমার পরের ছবির ‘স্যাটারডে আফটারনুন’ ওরফে ‘শনিবার বিকেল’ শুটিং ফ্লোরে যাবে ডিসেম্বরে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দের পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।

আমি খুবই আনন্দিত জার্মান প্রযোজক আনা কাচকোকে আমাদের সঙ্গে কো-প্রডিউসার হিসেবে পেয়ে। এর আগে তার প্রযোজিত দুটি ছবি বার্লিন ও ভেনিসে ছিল। একটা বার্লিনে পুরস্কারও জিতেছিল।

আরো আনন্দিত সিনেমাটোগ্রাফার হিসেবে আজিজ জাম্বাকিয়েভকে পেয়ে। মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিনেমাটোগ্রাফির জন্য সিলভার বিয়ার জিতেছে সে। রিয়াল ট্যালেন্ট।

অভিনেতা-অভিনেত্রী নির্বাচন চলছে-

অস্কার নমিনেটেড এবং অ্যাপসাজয়ী ‘ওমার’ আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা। তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয়শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না অভিনয় নিয়ে। যেহেতু ভ্যারাইটি বলছে এরা দুজন থাকবে, যা রটে তার কিছু তো বটবেই।

কিন্তু প্রধান চরিত্র আরো অনেক বাকি আছে। শিগগিরই সব জানা যাবে।

আপাতত ‘ডুব’ ওরফে ‘নো বেড অব রোজেস’ দেখার জন্য তৈরি হই চলেন।

এন্ড উইশ মি লাক ফর দ্য জার্নি এহেড।

এভাবেই স্ট্যাটাস শেষ করেন ফারুকী। অন্যদিকে, ভ্যারাইটি পত্রিকার খবর থেকে জানা যায়, ‘স্যাটারডে আফটারনুন’ হবে ফারুকী ‘পরিচয়’ সম্পর্কিত ট্রিলজির প্রথম ছবি। তাঁর দ্বিতীয় ছবিটির নাম হবে ‘নো ল্যান্ডস ম্যান’। আর তৃতীয় ছবিটি হবে মিয়ানমারে রোহিঙ্গা জাতি যে সংকটে পড়েছে সেটি নিয়ে।

‘পরিচয় মনে হচ্ছে এখনকার সবচেয়ে বড় ধাঁধা,’ ভ্যারাইটিকে বলেন ফারুকী। তিনি আরো বলেন, ‘পরিচয় আপনার ভাগ্য পাল্টে দিতে পারে, আবার ত্রাসও সৃষ্টি করতে পারে। এ পরিচয় আপনি কী করেন বা কী করেছেন, সেটার ওপর নির্ভর করে না। এই নতুন পৃথিবীতে পরিচয় নির্ভর করে আপনি কে, কোন ধর্মে আপনি অবস্থান করেন, আর আপনি কোন বর্ণের, সেটার ওপর। এসবের ওপর ভর করেই আপনি সুযোগ পাবেন অথবা ভীত হবেন।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!