• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্য গঠন হওয়ায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে


বগুড়া প্রতিনিধি অক্টোবর ১৪, ২০১৮, ০৭:৩৬ পিএম
জাতীয় ঐক্য গঠন হওয়ায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে

ছবি: সোনালীনিউজ

বগুড়া : বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ৫ জানুয়ারির মতো নীল নকশার একক নির্বাচন করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে নব্য বাকশাল সরকার। তাই তাঁরা নির্বাচনী ফায়দা লুটতে বিএনপিকে সন্ত্রাসীদল হিসেবে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের অপকর্মে গুড়ে বালি পড়েছে যখন জাতীয় ঐক্য গঠন হয়েছে। সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের মসনদ কেঁপে উঠেছে। ১৬ কোটি জনতার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলায় যুবদলকে আবারও রাজপথে অবস্থান নিয়ে বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

বগুড়া জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সাব্বির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মেহেদী হাসান হিমু, মাহফুজুল হক টিকন, মোয়াজ্জেম হোসেন হিটলু, আ. হালিম, মাসুদ রানা মাসুদ, আক্তারুজ্জামান লিটন, অধ্যক্ষ শাহীন, আলাল মোল্লা, জিল্লুর রহমান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!