• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা


বগুড়া প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০২:৪৯ পিএম
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা

ছবি: সোনালীনিউজ

বগুড়া : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগানে বগুড়ায় সোমবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিআরটিএ বগুড়া জোনাল কার্যালয়ের উদ্যোগে বেলা ১০টায় শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের বটতলায় এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ।

বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, ডেপুটি সিভিল সার্জন মো. আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, বিআরটিএ বগুড়া জোনের সহকারি পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান ডিউক, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, নিরাপদ সড়ক গড়তে যানবাহনের মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সকলের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!