• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের বিভাগীয় সমাবেশ


ঝিনাইদহ প্রতিনিধি মার্চ ২০, ২০১৮, ০৬:০৯ পিএম
জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের বিভাগীয় সমাবেশ

ঝিনাইদহ : তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিনিধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জে এম দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ছাদিকুর রহমান রুবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি অলোক মিত্র, সাধারণ সম্পাদক চাঁদ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফি সামাদসহ খুলনা বিভাগের ৯ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তাঁর ঘোষণা অনুযায়ী তাঁদের বিদ্যালয়গুলো শর্ত পূরণ করলেও জাতীয়করণ করা হয়নি। তাঁদের হিসাবে এ ধরনের বিদ্যালয় আছে ৪ হাজার ১৫৯টি। এগুলোতে শিক্ষক আছেন ১৬ হাজার ৩৩৬ জন।

তিনি আরও বলেন, বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। এর আগেও তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!