• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাসদ নেতাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ৩, ২০১৭, ০৯:২৯ এএম
জাসদ নেতাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অস্ত্রসহ জাসদ নেতা বিপুল চৌধুরী ও অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া পৌরসভাধীন চৌড়হাস মতিমিয়ার রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময়  পূর্ব মজমপুরের  মৃত খালেক চৌধুরীর ছেলে ও বিভিন্ন মামলায় পলাতক আসামি বিপুল চৌধুরী (৫০) কে গ্রেপ্তার করে। র‌্যাব সদস্যরা  বিপুলের দেহ তল্লাশি করে ১ টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

জানা গেছে, বিপুল চৌধুরী (৫০) কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে র‌্যাবের আরেকটি আভিযানিক দল মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম ও লিটন নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও মোবাইল সেট উদ্ধার করে। আটককৃত আব্দুল আলিম বলিদাপাড়া এলাকার খালেকের ছেলে ও লিটন জাসদ  নেতা ও ৩ নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ব্যাপারে মামলা দিয়ের হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!