• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাহিদ-মোনালিসার ‘যে মাসে সুখ থাকে’


বিনোদন প্রতিবেদক মে ১০, ২০১৮, ০৪:৪৩ পিএম
জাহিদ-মোনালিসার ‘যে মাসে সুখ থাকে’

ঢাকা : আসছে ঈদে বেসরকারি টেভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘যে মাসে সুখ থাকে’। মেহরাবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নির্দেশনা দেওয়া ছাড়াও এ নাটকে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাকে।

নাটকটি নির্মাণ এবং অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমি সাধারণত অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মাঝেমধ্যে নাটক নির্মাণ করতেও বেশ ভালো লাগে। সে ভালোলাগা থেকেই একটি বার্তাধর্মী নাটক নির্মাণ করেছি, যার নাম দিয়েছি ‘যে মাসে সুখ থাকে।’

মোনালিসা বলেন, ‘জাহিদ ভাইয়ের নির্দেশনায় তারই সহশিল্পী হিসেবে কাজ করাটা আমার কাছে অনেক উপভোগের ছিল। আশাকরি নাটকটির গল্প এবং আমাদের অনবদ্য অভিনয় দর্শকের ভালো লাগবে।’

নাটকের গল্প সম্পর্কে জাহিদ হাসান জানান, মূলত এ নাটকের মূল মেসেজ হচ্ছে টাকাই জীবনের সব নয়। রতন একটি অফিসে চাকরি করেন। হঠাৎ করে অনেক টাকা পেয়ে তার স্বাভাবিক জীবনযাপনে বেশ পরিবর্তন আসে। এতে তার কাছের মানুষগুলো একে একে তার কাছ থেকে দূরে চলে যায়। তার স্ত্রী কলিও এ নিয়ে অনেক বিরক্ত। একসময় রতন উপলব্ধি করতে পারে, টাকাটাই সব নয়। যে মাসে টাকা ছিল না সে মাসেই তার সুখ ছিল। তাই যার টাকা ফেরত দিতে যায় রতন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!