• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ দুর্নীতি মামলা: শরফুদ্দিনের জমিন মেলেনি


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৭, ০৩:১৮ পিএম
জিয়া অরফানেজ দুর্নীতি মামলা: শরফুদ্দিনের জমিন মেলেনি

ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলার অন্যতম আসামী শরফুদ্দিন আহমেদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত তার আদেশে বলেন, নট প্রেস রিজেক্টেড। অর্থাৎ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করে দেয়া হলো।

সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।  

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় শরফুদ্দিন আহমেদসহ মোট আসামি ছয়জন। মামলার অন্যতম আসামি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!