• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি


টাঙ্গাইল প্রতিনিধি মে ২৫, ২০১৬, ১০:৫০ পিএম
টাঙ্গাইলে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের ভূঞাপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় কালবৈশাখী ঝড়ে হাজার হাজার গাছপালা উপরে গেছে। উড়ে গেছে শতশত কাচা ও আধাপাকা ঘরবাড়ি। লণ্ডভণ্ড হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ সময় ভূঞাপুর-ঢাকা সড়কে ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দুটি আলভেজিয়া গাছ উপরে পড়লে ভূঞাপুরের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়।
 
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দুটি আলভেজিয়া গাছ উপরে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নানা স্থানে গাছ পড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!