• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে তোফাজ্জল হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন


টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ১২, ২০১৭, ০২:৫৭ পিএম
টাঙ্গাইলে তোফাজ্জল হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর তোফাজ্জল হোসেন হত্যা মামলার রায়ে ১৫ জনকে যাবজ্জীবন করাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ মামলায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল স্পেশাল কোর্টের বিচারক ওয়াহেদুজ্জামানের আদালতে এই রায় দেয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০০৬ সালে ৫ মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দন্ডিত আসামীরা সঙ্গবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেন (৩৫) কে হত্যা করে। পরে নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মুলতান উদ্দিন ও আসামী পক্ষে ছিলেন, এডভোকেট শামসউদ্দিন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!