• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প মুসলিম নিষেধাজ্ঞা আটকে গেলো আদালতে


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৪, ২০১৭, ০৩:৫৩ পিএম
ট্রাম্প মুসলিম নিষেধাজ্ঞা আটকে গেলো আদালতে

ঢাকা: যুক্তরাষ্ট্রে অভিবাসী ও শরণার্থী প্রবেশে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আংশিক স্থগিত করেছেন সিয়াটলের ফেডারেল আদালত। কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের পক্ষ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর শরণার্থীদের প্রবেশে, অনুমতি দেয়ার জন্য আদালতে আবেদন করা হলে এ রায় দেয়া হয়। 

শনিবার (২৩ ডিসেম্বর) ডিসট্রিক্ট জজ জেমস রবার্ট তার রুলিং-এ বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের নিকটাত্মীয়রা দেশটিতে প্রবেশ করতে পারেন। তবে এর বাইরের কোনো অভিবাসী ও শরণার্থী এই নির্দেশনার আওতায় পড়বেন না বলেও জানিয়ে দেয়া হয়। 

গত অক্টোবরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় শুধু অভিবাসী নয়, যুক্তরাষ্ট্রের নাগরিক ও সেখানে স্থায়ী বসবাসকারী স্বজনদেরও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনগুলোর আইনি লড়াইয়ে এই নিষেধাজ্ঞা আংশিক স্থগিত হলো।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!