• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রেনে বসে মজিদের মৃত্যু দেখলেন স্ত্রী-সন্তান


পাবনা প্রতিনিধি মার্চ ৯, ২০১৮, ০৫:৩৯ পিএম
ট্রেনে বসে মজিদের মৃত্যু দেখলেন স্ত্রী-সন্তান

পাবনা: স্ত্রী-সন্তানের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেলেন আবদুল মজিদ (৫০)। বৃহস্পতিবার (০৮ মার্চ) রাত দেড়টার দিকে পাবনার চাটমোহর রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে করে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে রংপুর যাচ্ছিলেন আবদুল মজিদ। রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করার জন্য দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনের ২নং প্লাটফর্মে যাত্রা বিরতি করে। এসময় আবদুল মজিদ ট্রেন থেকে নেমে ১নং প্লাটফর্মে যান চা পান করতে। এ সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্মে ঢুকে পড়লে তিনি স্টেশন থেকে নেমে দৌড়ে অপর প্রান্তে দাঁড়ানো ট্রেনে ওঠার চেষ্টা করলে ট্রেনের ধাকায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত মজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর সরকারপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!