• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে কৃষক হত্যায় যুবকের মৃত্যুদণ্ড


ঠাকুরগাঁও প্রতিনিধি  জানুয়ারি ১৮, ২০১৭, ০১:০১ পিএম
ঠাকুরগাঁওয়ে কৃষক হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যার দায়ে মোজাহারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন ঠাকুরগাঁও দায়রা জজ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপণের জের ধরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী মোজাহারুল ইসলাম। পরবর্তীতে ইদ্রিস আলীর ছেলে আনছারুল ইসলাম বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

ঘটনার বিষয় সরজমিনে তদন্ত করে পুলিশ। মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য পর্যালোচনা করে আসামি মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে উক্ত ধারায় চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বিজ্ঞ আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!