• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি


টাঙ্গাইল প্রতিনিধি জুন ২২, ২০১৭, ১২:০৭ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি

টাঙ্গাইল: যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনেকটা ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সাথে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারনের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।  

এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে। এদিকে ফোর লেন প্রকল্পের কাজও গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। 

তবে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে আজ বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা আরো বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!