• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ হবে পায়রা বন্দর: আমু


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৬:৩৫ পিএম
দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ হবে পায়রা বন্দর: আমু

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা বন্দর হবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ বন্দর। এ বন্দরকে ঘিরে আমাদের দেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। বিদেশি বিনিয়োগ আসবে।

মন্ত্রী বলেন, পায়রা বন্দর স্থাপিত হলে প্রত্যেক ঘরে ঘরে চাকরি পাবে কোন বেকার সমস্যা থাকবে না। তাই দেশকে এগিয়ে নিতে হলে শেখা হাসিনা সরকারের কোন বিকল্প নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলার নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় ও প্রতিবন্ধী পরিচয়পত্র ও নতুন ভিজিডি উপকার ভোগীদের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, পৌরসভার চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

এর আগে মন্ত্রী মোল্লারহাট ডিগ্রী কলেজের একটি দ্বিতল ভবনের নতুন সম্প্রসারিত কাজের ফলক উন্মোচন করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!