• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিনব্যাপি ‘স্কিলস্ ফর ব্যাংকারস’ প্রশিক্ষণ কর্মশালা


অর্থনীতি রিপোর্ট ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০১:৪২ পিএম
দিনব্যাপি ‘স্কিলস্ ফর ব্যাংকারস’ প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা : ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর রির্সাচ এন্ড ট্রেনিং একাডেমি আয়োজিত দিনব্যাপি ‘স্কিলস্ ফর ব্যাংকারস’ র্শীষক প্রশিক্ষন কর্মশালা গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যাংকার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুঃ ফরিদউদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ডিএমডি মুহাম্মদ মাহমুদুল হক, এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান মো. নাজিমুদ্দৌলার পরিচালনায় উক্ত কর্মশালায় ৯টি ব্যাংক ও ১টি ফাইন্যান্সিয়াল কোম্পানীর ২১ জন মধ্যম পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করেন আইবিসিএফ এর ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল। প্রধান অতিথি তার ভাষণে বলেন, দক্ষতা নিজের ব্যক্তিগত সম্পদ, প্রতিযোগিতার যুগে দক্ষতার কোন বিকল্প নেই। তিনি দক্ষতা অর্জনের জন্য সকলকে সচেষ্টা হবার জন্য পরামর্শ দেন ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!