• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘দেশের উন্নয়নে সৃষ্টিশীল মানুষের বেশি প্রয়োজন’


রংপুর অফিস ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৫:৫৮ পিএম
‘দেশের উন্নয়নে সৃষ্টিশীল মানুষের বেশি প্রয়োজন’

রংপুর: উন্নয়ন ও সম্ভাবনাকে ত্বরান্বিত করতে সৃষ্টিশীল মানুষের বিকল্প নেই। যারা শুধুই মানুষ তাদের দ্বারা সমাজ দেশ ও জাতির কিছুই হয় না। সৃষ্টিশীল মানুষরাই দেশকে এগিয়ে নিচ্ছে আগামীতেও নিবে। তাই মানুষ হতে হলে সৃষ্টিশীল মানুষ হতে হবে। দেশের উন্নয়নে এখন সৃষ্টিশীল মানুষের বেশি প্রয়োজন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের একটি অভিজাত হোটেলে সোয়ান গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশের জন্য কিছু করতে চাই। সৃষ্টিশীল রুচিসম্পন্ন মানুষ চাই। যারা মেধা, সততা ও পরিশ্রমের দ্বারা সোনার বাংলা গড়তে কাজ করবে। এ সময় তিনি বেকার সমস্যার সমাধানে ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান।

আলোচনা সভায় শহিদার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবুল কাশেম। পুরো অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার সোয়ান গ্রুপের পণ্য সরবরাহকারী ডিলার ও প্রতিনিধিরা অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!