• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নকল প্রসাধনী কারখানার সন্ধান


পাবনা প্রতিনিধি মার্চ ২২, ২০১৭, ০৮:১০ পিএম
নকল প্রসাধনী কারখানার সন্ধান

পাবনা: পাবনায় অভিযান চালিয়ে একটি নকল প্রসাধনী কারখানার সন্ধান পেয়েছে বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) নয়নামতি চক পৈলানপুরের জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালায়।

দীর্ঘদিন ধরে শহরের নয়নামতি চক পৈলানপুরে জুয়েল কসমেটিকস নামে তারা দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামী-দামি প্রসাধনী নকল করে উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের নয়নামতি চক পৈলানপুরের জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালায়।

অভিযানের সময় ওই নকল প্রসাধনী কারখানার মালিক ইকবাল প্রামানিক পালিয়ে যায়। পরে তার স্ত্রী শিউলী খাতুনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা ইয়াসমিন এক লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া অভিযানের সময় সেখান থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকার দেশি-বিদেশি নামি-দামী বিভিন্ন ব্রান্ডের নকল রং ফর্সাকারী ক্রিম, স্পট আউট ক্রীম, ফেয়ারনেস ক্রীম, ঘামাচি পাউডার ও পারফিউম তৈরির কেমিক্যাল এবং মোড়ক জব্দ করা হয়।

পরে জব্দ করা মালামাল ও মোড়ক ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!