• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নবাব’-এর দাপট অব্যাহত, ভালো করছে ‘রাজনীতি’


বিনোদন প্রতিবেদক জুন ২৯, ২০১৭, ০১:০৬ পিএম
‘নবাব’-এর দাপট অব্যাহত, ভালো করছে ‘রাজনীতি’

ঢাকা: ঈদুল ফিতুরে উপলক্ষ্যে সারা দেশে মুক্তি পেয়েছে মোট তিনটি নতুন সিনেমা। এরমধ্যে শুধু বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি ছাড়া নবাব ও বস-২ ছবি দুটো যৌথ প্রযোজনার। এরমধ্যে বাংলায় তুমুল দাপটে ঈদের প্রথম দিন থেকেই রাজ করছে দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানের ছবি ‘নবাব’। তিন দিনের হল রিপোর্টগুলোর মতে এখন পর্যন্ত আয়ের দিক থেকে ‘নবাব’-এর ধারে কাছে নেই বাকি দুই ছবি। তবে ঈদের প্রথম দুই দিন থেকে তৃতীয় দিনে এসে কম সিনেমা হল পেলেও ভালো ব্যবসার ইঙ্গিত দিচ্ছে শাকিব খানের দেশীয় ছবি ‘রাজনীতি’!

ঈদে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস ২’-এর মুক্তি ঠেকাতেই চলচ্চিত্রের ষোলটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট আন্দোলনে নেমেছিলো। এমনকি এই দুই ছবি যাতে এদেশে সেন্সর না পায়, সেজন্য রাজপথেও আন্দোলন করতে দেখা গেছে। কিন্তু শেষ পর্যন্ত সকল প্রতিবন্ধকতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি দুটি। আর মুক্তি পেয়ে জাজের মতে, মাত্র দুই দিনেই গত দশ বছরের রেকর্ড ভেঙেছে ছবি দুটো! এরমধ্যে ‘নবাব’ ছবিটি তুমুল দাপট নিয়ে চলছে সারা বাংলাদেশে! আর এ ছবিটি সারা বাংলাদেশে আলোড়ন ফেলে দেয়ার একমাত্র কারণ শাকিব খান!

শাকিবকে নিয়ে প্রচুর বিতর্ক আছে। এমনকি বছরে অসংখ্য সিনেমাতে তাকে দেখে দেখে এবং তার একগুয়েমি অভিনয়ে মানুষ বিরক্ত হলেও বাংলায় এখনো শাকিব খানের বিকল্প তৈরি হয়নি। ফলে অঘোষিতভাবেই নির্মাতা, প্রযোজক সবার পছন্দের তালিকায় সর্বাগ্রে শাকিব! কেনোনা, যেভাবেই হোক, এই বাংলাতে যারা এখনো নিয়মিত সিনেমায় যান, তাদের মধ্যে বেশীর ভাগই হলো শাকিব খানের ছবির দর্শক। তাই একজন প্রযোজক যখন তার টাকা সিনেমায় লগ্নি করেন, তাকে ভাবতে হয় সিনেমাটি দর্শক দেখবে কিনা! আর এই জায়গাতে শাকিব খানের বিকল্প তৈরি হয়নি, যার উপর লগ্নিকারী নির্দ্বিধায় ভরসা রাখতে পারেন। আর সে ভরসার মূল্য বরাবরই লগ্নিকারীকে শুধে আসলে বুঝিয়ে দেন তিনি। এই ঈদেও হচ্ছে না তার ব্যতিক্রম।

ঈদুল ফিতুরে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’।  যা দেখতে বাংলার সিনেমা হলে মানুষের ঢল নেমেছে। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে বাংলার জীর্ণ শীর্ণ সিনেমা হলগুলোতেও যেভাবে ‘নবাব’ দেখতে যে মানুষের স্রোত লক্ষ্য করা গেছে, তা দর্শক খরার এই সময়ে একটা বড় চমকই বটে! 

যৌথ প্রযোজনার দুই ছবি নিয়ে দেশের অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানাচ্ছে, নবাব ও বস-২ গত দশ বছরের ঈদের সেল ছাড়িয়ে গেছে। এমনকি ঈদের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে সেল আরো বেড়েছে।  অর্থাৎ ঈদের দিন থেকে ঈদের পরের দিনের সেল বেশী। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। শুধু তাই না, নবাব এরইমধ্যে ঈদের প্রথম দিনেই করে ফেলেছে একটা বিশাল রেকর্ড! 

‘নবাব’-এর রেকর্ড সম্পর্কে জাজ জানাচ্ছে, দুই বাংলার ইতিহাসে এক সিনেমা হলের এক দিনের সর্বোচ্চ সেলের মালিক শাকিব খানের ‘নবাব’। কারণ এই ছবিটি শুধু ঈদের দিনে একটি প্রেক্ষাগৃহেই সেল করেছে চার লাখ পয়ষট্টি হাজার টাকা। যা এর আগে দুই বাংলার কোনো সিনেমা হলে ঘটেনি।  

সিনেআলোচকরা বলছেন, এই ঈদে যৌথ প্রযোজনার জয়জয়কারের জন্য সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে যৌথ প্রযোজনার ছবি দুটির হল দখল। কারণ ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে যৌথ প্রযোজনার দুই ছবি নবাব ও বস ২-এর দখলেই দেশের সিংহভাগ সিনেমা হল। কেনোনা একমাত্র দেশীয় সিনেমা হিসেবে ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’র দখলে যেখানে মাত্র ৪১টি সিনেমা হল, সেখানে যৌথ প্রযোজনার নবাব ও বস-২-এর দখলে যথাক্রমে সিনেমা হলের সংখ্যা ১২৮ ও ১১২টি!

তবে নবাব ও বস-২ ছবি দুটির মতো বেশী সিনেমা হল না পেলেও এখন পর্যন্ত ভালো ব্যবসার ইঙ্গিত দিচ্ছে শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। ঈদের দিন ও পরের দিনে ছবিটি খুব একটা দর্শক না পেলেও ঈদের তৃতীয় দিনে এসে ছবিটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চলে ভালোই দর্শকের আনাগোনা দেখা যাচ্ছে। নির্মাতাও আশা করছেন, শেষ পর্যন্ত মানুষ নবাব ও বস-২ ঘুরে এসে দেশের সিনেমার প্রতিই আস্থা রাখবেন!

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!