• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারী আসনে বসলে ৬ মাসের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০৪:৪১ পিএম
নারী আসনে বসলে ৬ মাসের কারাদণ্ড

ঢাকা: নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে তাদের বসতে না দিয়ে অন্য কেউ ওই আসনে বসলে তিনি ছয় মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নতুন আইনের যে খসড়া করেছে, তাতে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, শাস্তি বাড়িয়ে আইনটি করা হয়েছে। এই আইনের ৪০ ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে।

এ আইনে গাড়ির চালনার লাইসেন্স পেতে চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও চালকের সহকারীর শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি পর্যন্ত রাখা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!