• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারীর ঘুরে দাঁড়ানোর গল্প ‘অনামিকার নীল উপাধ্যায়’


বিনোদন প্রতিবেদক মার্চ ৮, ২০১৮, ০১:৫৩ পিএম
নারীর ঘুরে দাঁড়ানোর গল্প ‘অনামিকার নীল উপাধ্যায়’

নাটকের একটি দৃশ্যে মেহজাবিন চৌধুরী

ঢাকা: নারীর এই ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’। গল্পে দেখা যাবে, বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর করুণ সুর তাকে গ্রাস করে। তারপর বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় অনামিকা।

এক সময়ের সহপাঠী বীথি তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে  পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তুর্যর সঙ্গে। ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে?

এনটিভিতে আজ (৮ মার্চ) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এটি। তৌফিক এলাহীর রচনা ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন আব্দুর নূর সজল, সুষমা সরকার, শেলী আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!