• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসির-মুমিনুলের ফেরা দেখতে চান মিনহাজুল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ১০:২০ পিএম
নাসির-মুমিনুলের ফেরা দেখতে চান মিনহাজুল

ফাইল ফটো

ঢাকা: খারাপ ফর্মের জেরে কলম্বো টেস্টে খেলার সুযোগ পাননি। তার আগে মুমিনুল হক শুধু টেস্টই খেলে গেছেন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। ইমার্জিং কাপে এই মুমিনুলের কাঁধেই তুলে দেয়া হয়েছে নেতৃত্বের বাটন। উদ্দেশ্যে তিনি যেন এই টুর্নামেন্ট খেলে ফর্মে ফেরেন।

প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে ৮ উইকেটে জিতেছে মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দুর্দান্ত বোলিংও করেছেন তিনি। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে মুমিনুলদের ম্যাচ দেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

যে মুমিনুল এতদিন শুধু টেস্টই খেলে গেছেন হঠাৎ কেন তাকে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের নেতৃত্ব তুলে দেয়া হল?
এমন প্রশ্নের জবাবে মিনহাজুল বলেন,‘ ওয়ানডেতে এক সময় মুমিনুল নিয়মিত ছিল। মাঝখানে বাদ পড়েছে। এখানে ভালো খেলে যাতে মুমিনুল ফিরে আসতে পারে সে কারণেই এই টুর্নমেন্টে তাকে খেলানো।’ এরপর যোগ করেন,‘ এখানে তার নেতৃত্ব নয়, আমরা চাই পারফরমার মুমিনুলকে।’

এই টুর্নামেন্টে মুমিনুলের ডেপুটি করা হয়েছে নাসির হোসেনকে। মিনহাজুলের কথা শুনে আশাবাদী হতে পারেন রংপুরের এই অলরাউন্ডার। তিনি বলেন,‘ আমরা এখন টানা সিরিজ খেলছি। কেউ হঠাৎ চোটে পড়লে বদলি খেলোয়াড় রাখা জরুরি। নাসিরও একসময় জাতীয় দলে নিয়মিত ছিল। কিন্তু খারাপ খেলায় বাদ পড়েছে। আশা করব এ ধরণের টুর্নামেন্টে খেলে সেও ফিরে আসবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!