• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজেকে নির্দোষ দাবি করলেন আকায়েদ!


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১২, ২০১৮, ০৮:১২ পিএম
নিজেকে নির্দোষ দাবি করলেন আকায়েদ!

শিল্পীর তুলিতে আদালতে আকায়েদ-এনবিসি নিউজ

ঢাকা : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পুলিশের আনা ছয়টি অভিযোগের বিষয়ে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ।

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড জে সুলিভানের আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে আকায়েদকে আনা হয়। এনবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

হামলায় জড়িত নন জানিয়ে ২৭ বছর বয়সী আকায়েদ আদালতকে জানান, এ মুহূর্তে তিনি শুধু এইটুকুই বলতে চান যে তিনি দোষী নন।

এদিকে, আকায়েদ উল্লাহর আইনজীবী হিসেবে এমি গেলিচিওকে নিয়োগ দেন আদালত। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আকায়েদকে মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে রাখার অনুরোধ জানান আসামির এই আইনজীবী। তবে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি জানাতে বলেন আদালত।

মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল ধার্য করেন আদালত।

উল্লেখ্য, আকায়েদের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর সকালে টাইম স্কয়ার থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল যাওয়ার পথে বোমার বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!