• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করায় চার জেলে আটক


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০৬:৩০ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করায় চার জেলে আটক

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। সোমবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান রুবেল জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানোর সময় নলছিটি উপজেলার ভবানীপুর এলাকা থেকে তিন জেলে ও গৌরিপাশা এলাকা থেকে এক জেলেকে আটক করা হয়।

অভিযানের খবর টের পেয়ে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়ে যায় কয়েকজন জেলে। নদী থেকে কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে নলছিটি পুরান বাজার এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!