• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে আগুনে ১৫ বসতঘর ভষ্মিভূত


নীলফামারী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৭:২৯ পিএম
নীলফামারীতে আগুনে ১৫ বসতঘর ভষ্মিভূত

প্রতিক ছবি

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় আগুনে ৬টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার খুটামারা বসুনিয়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- আব্দুস সালাম, ওহিদুল ইসলাম, সফিয়ার রহমান, মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম ও আমের আলী।

প্রত্যদর্শী ও এলাকাবাসী জানায়, আব্দুস সালামের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়ে তা দ্রুত পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে।

জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ভোর রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত।

তিনি আরো জানায়, ৬টি পরিবারের রান্নঘর ও গোয়ালঘরসহ ১৫টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমান প্রায় ৬ লাখ টাকা।

এদিকে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!