• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নোটিশ না দিয়ে মওদুদের বাড়িতে উচ্ছেদ অভিযানে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক জুন ৮, ২০১৭, ১১:৫২ এএম
নোটিশ না দিয়ে মওদুদের বাড়িতে উচ্ছেদ অভিযানে হাইকোর্টে রিট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ী উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে হাইকোর্টের সংশ্লষ্ট শাখায় এ আবেদনটি করা হয়। দুপুরে এ ব্যাপারে শুনানী হওয়ার কথা রয়েছে। মওদুদের আবেদনে বলা হয় রিভিইয়ের রায় প্রকাশের আগেই বাড়ি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা অবৈধ। কোনো নোটিশ দেয়া হয়নি। বিচারিক আদালতে মামলা চলমান আছে। উচ্ছেদের সময় কোনো নথিপত্র দেখাতে পারেনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

এ বাড়ি নিয়ে ঝামেলা ২টি ব্যাক্তিগত পক্ষের মধ্যে। সরকারের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই। বাড়ির উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান কেন আইনগত কর্তৃপক্ষ বহির্ভুত ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারীর আবেদন জানানো হয়েছে।

বাড়ির মামলার বিষয়ে বিচারিক আদালত সমন দিয়েছে। সেখানে ২৫ জুন শুনানীর জন্য দিন ধার্য আছে। শুনানীর আগেই উচ্ছেদ অভিযান অবৈধ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!