• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
১৬তম সংশোধনী বাতিল

পক্ষে বিপক্ষে আইনজীবীদের সমাবেশ


আদালত প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৭, ০৩:৩০ পিএম
পক্ষে বিপক্ষে আইনজীবীদের সমাবেশ

ঢাকা: সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের ১৬ তম সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের পক্ষে বিপক্ষে কর্মসুচি পালন করেছেন আইনজীবীরা।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজবীবী পরিষদ মানববন্ধন করেছে। তারা রায়ের পর্যবেক্ষন প্রত্যাহারের দাবী জানিয়েছে। এতে সংগঠনের সদস্য সচিব শেখ ফজলে নুর তাপস বলেন, রায়ের পর্যবেক্ষনে প্রজাতন্ত্রকে বাদ দেয়া হয়েছে। পর্যবেক্ষন প্রত্যাহার করার দাবীও জানান তিনি। একইদাবীতে আগামীকাল বিক্ষোভ সমাবেশের কর্মসুচি ঘোষণা দেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।

উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেদ মজুমদার, বারের সাবেক সম্পাদক এসএম মুনির, বারের সাবেক সম্পাদক এমপি মাহবুব আলী, মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অ্যাডভোকেট সানজিদা খানম এমপি।

এদিকে রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বক্তব্য প্রত্যাহোর চেয়ে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিল শেষে সমাবেশে বক্তরা খায়রুল হকের গ্রেপ্তার দাবি করেন। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি পন্থি আইনজীবীরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!