• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মায় মৎস্য কর্মকর্তাদের ওপর জেলেদের হামলা!


কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ১৮, ২০১৮, ০৪:৫৫ পিএম
পদ্মায় মৎস্য কর্মকর্তাদের ওপর জেলেদের হামলা!

কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

হামলায় আহত ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, জেলেরা ট্রলারযোগে বাহাদুরপুর পদ্মা নদীর ধারে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছে- এমন খবর পেয়ে অভিযান চালালে তারা কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। পরে নদীতে কারেন্ট জাল উদ্ধারের সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় জেলেদের হামলায় তিনিসহ মাঝি সাইফুল ইসলাম (৩৫), আব্দুল্লাহ (৩২) ও অপর একজন আহত হন। আহতদের মধ্যে মাঝি সাইফুল ইসলাম ও আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। হামলাকারী জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাত জেলেকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!