• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা না পেয়ে গৃহবধূকে কুপিয়ে জখম


নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৮:০২ পিএম
পাওনা টাকা না পেয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

নাটোর : জেলার গুরুদাসপুরে পাওনা টাকা না পেয়ে গৃহবধূ আজিরন বেগমকে (৩৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা মৎস্য পাড়ার গ্রামে ওই ঘটনা ঘটে। এক মাস পূর্বে ওই গৃহবধূকে তিন হাজার টাকা হাওলাত নেয় প্রতিবেশী গিয়াস উদ্দিনের ছেলে হাসানের কাছ থেকে।

ঘটনার সময় ওই পাওনা তিন হাজার টাকার দুই হাজার দিলে আরো এক হাজার টাকার জন্য চাপ দেয় হাসান। পাওনা এক হাজার টাকা দিতে না পারায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসানসহ তার ভাই হাসু ও তার মা খালেদা বেগম ওই গৃহবধূকে মারপিটসহ কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহবধূ আজিরন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. রবিউল করিম শান্ত জানান, তার মাথায় অন্তত. ৮টি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!