• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ডিবি পুলিশের এএসআইকে কুপিয়ে জখম


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ১০:৩৫ এএম
পিরোজপুরে ডিবি পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরের ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে এক ডিবি পুলিশের এএসআই কে কুপিয়ে জখম করেছে মাকদ ব্যবসায়ীরা। আহত পুলিশের এএসআই মো: মঈনুদ্দীনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ সদর উপজেলার ধূপপাশার এলাকায় ঘটে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান বলেন, বরিশাল রেঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষে আজ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় শহরের ধূপপাশা এলাকায় ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মাকদবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের এএসআই মো: মঈনুদ্দীনের উপরে মাদক ব্যবসায়ীরা হামালা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পুলিশ মোটেও বিচলিত নয় এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে আরো জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান।

পিরোজপুর সদর হাসাপাতালে চিকিৎসক ডা. মো: ইসতিয়াক আহম্মেদ বলেন, রাত ৮ টার দিকে পুলিশের এক সদস্যকে জখম অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় তার হাতে জখম সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের অবজারভেশন রুমে রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!